রাজধানীর শ্যামপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি কালোবাজারি সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার শ্যামপুর ধলেশ্বর গোদারাঘাট এলাকায় যাত্রাবাড়ী আর্মি ক্যাম্প কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরকারি খাদ্যপণ্য জব্দ করা হয়।
অভিযানকালে ২৬ হাজার ৫০ কেজি চাল ও ৩২ হাজার ৫০০ কেজি ময়দা, একটি ট্রাক এবং নগদ ৪১ হাজার ৭২৫ টাকা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।
সেনাবাহিনী জানায়, জব্দকৃত খাদ্যপণ্যগুলো অবৈধভাবে মজুদ করে বাজারে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কালোবাজারি কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
অভিযানটির নেতৃত্ব দেন মেজর রেদওয়ান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সেনাবাহিনী জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ মজুদ ও কালোবাজারি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
[টিবিএন৭১/আরএস]