এক সময় বলিউডের হট অভিনেত্রী ছিল সেলিনা জেটলি। আইটেম গানগুলোতে সাবলীলভাবে পারফর্ম করেছেন সেলিনা। তবে শোবিজ জগতকে বিদায় দিয়ে সংসারে মন দেন তিনি। বিয়ে করেন অস্ট্রেলিয়ার এক ব্যবসায়ীর সঙ্গে। কিন্তু ১৪ বছর পর বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই তারকা।
টাইমস অব ইন্ডিয়া বলছে, প্রায় ১৪ বছর আগে অস্ট্রেলিয়ার হোটেল ব্যবসায়ী পিটারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সেই সংসারে তিন সন্তান রয়েছে তাদের।
স্বামীর হাতে প্রতিনিয়ত নিগ্রহের শিকার হওয়ার কথা উল্লেখ করে মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন সেলিনা। শুধু তা-ই নয়, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেছেন অভিনেত্রী।
সেলিনা জেটলির অভিযোগ, পিটার অত্যন্ত নিষ্ঠুর। সব সময় তাকে নিয়ন্ত্রণ করেন। এমনকি স্বামীর হাতে নির্যাতনের শিকারও হতে হচ্ছে তাকে।
সেলিনার দাবি, তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে বাবার কাছে। সন্তানদের সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে বাধ্য করেছেন পিটার।
তিনি এ-ও অভিযোগ করেন, পিটার হগ পুরোপুরি তার ক্যারিয়ার এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ‘পঙ্গু’ করে দিয়েছেন।
স্বামীকে ‘নার্সিসিস্টিক’ আখ্যা দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, স্ত্রী এবং তিন সন্তানের প্রতি পিটার একেবারেই সহানুভূতিশীল নন।
বলিউড মাধ্যম সূত্রে খবর, সেলিনা জেটলির আবেদনের ভিত্তিতে ইতোমধ্যেই মুম্বাই আদালতের পক্ষে পিটার হগকে আইনি নোটিশ পাঠানো হয়োছে।
সংশ্লিষ্ট মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ১২ ডিসেম্বর।
প্রসঙ্গত, প্রায় একদশক আগে বড়পর্দায় রোম্যান্টিক কমেডি ফিল্ম ‘থ্যাংক ইউ’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন সেলিনা। এরপর ওটিটিতে ২০২০ সালে ‘সিজন গ্রিটিংস’- এ তাকে শেষ দেখে দর্শক।
[টিবিএন৭১/আরএস]