কেমন কাটবে আপনার এপ্রিল মাস, কী জানাচ্ছে রাশিফল

মেষ রাশি
আপনার এই মাসের প্রথম দিকে স্ত্রী দূরে থাকায় কষ্ট বাড়তে পারে। আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে।

শত্রুভয় থাকবে। সন্তানের ব্যপারে সিদ্ধান্ত নিতে পারবেন না। মাসের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে। পুরনো অশান্তি  মিটে যেতে পারে। লোককে সাহায্য করতে গিয়ে বিপদ হতে পারে। কোনও কারণে লোকের কাছে হেনস্থা হতে হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা। বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে। ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে। কাজের চাপ প্রচুর বাড়বে। প্রবাসী বন্ধুর ব্যপারে দুশ্চিন্তা।  
শুভ সংখ্যা : ৬
শুভ দিক  :  দক্ষিণ
শুভ রত্ন   :  লাল প্রবাল
শুভ রং   :  লাল

বৃষ রাশি

আপনার এই মাসে গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। বাড়িতে পূজাপাঠ নিয়ে আলোচনা।

অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে। দাম্পত্য কলহের যোগ। ভাই-বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতির সম্ভাবনা। অর্থভাগ্য মোটের উপর ভাল থাকবে। যাঁরা সম্পদ কেনা-বেচা করেন, তাঁরা ভাল ফল পেতে পারেন। দরকারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। প্রেমের ক্ষেত্র খুব ভাল। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময়। বিদেশে যাঁরা পড়াশোনা করেন, তাঁরা ভাল ফল পাওয়ার আশা রাখতে পারেন। অযথা কারও সঙ্গে অশান্তি করবেন না, পুলিশ পর্যন্ত গড়াতে পারে। 

শুভ সংখ্যা : ৯৭
শুভ দিক  : পূর্ব
শুভ রত্ন  :  সাদা প্রবাল
শুভ রং  : সাদা

মিথুন রাশি

আপনার এ মাসে চাকরির স্থানে কোনও সুখবর পেতে পারেন। পেটের সমস্যা বৃদ্ধি।

নিজের অধিকার লাভের জন্য সংসারে অশান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কাজের উদ্যোগ। প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি। ফাটকায় অর্থব্যয় হতে পারে। পরিবেশ-পরিস্থিতি বুঝে কথা বলুন। রাজনীতির লোকেদের সম্মান বাড়তে পারে। ব্যবসায় ভাল লাভের আশা করা যায়। বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ। আপনার সাফল্যে অপরের হিংসা হতে পারে। কর্মে শুভফল পাবেন। 

শুভ সংখ্যা :  ৫৯
শুভ দিক  :  দক্ষিণ
শুভ রত্ন  :  পান্না
শুভ রং  :  সবুজ

কর্কট রাশি

এই মাসে আপনার কর্মস্থানে বদলির সম্ভাবনা। সংসারের ব্যয় বাড়তে পারে।

সন্তানের ব্যপারে বাড়তি খরচ হতে পারে। মাসের মধ্যভাগে দরকারি কাজগুলি সেরে রাখুন। কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলছে। শত্রুভয় বাড়তে পারে। কোনও সমস্যার সামাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন। সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা। শরীর খারাপের জন্য কাজের ক্ষতি। সন্তানের কোনও দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে। ব্যবসায় শুভ ইঙ্গিত। সঞ্চয় কম হবে। নতুন কোনও কাজের ব্যপারে একটু সংশয় থাকতে পারে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন। মাসের শেষের দিকে অর্থভাগ্য ভাল নয়।  

শুভ সংখ্যা :  ৬৮
শুভ দিক  :  দক্ষিণ
শুভ রত্ন  :  পীত মুক্তা
শুভ রং  :  সাদা

সিংহ রাশি

আপনার এ মাসে সাংসারিক বিবাদ অনেক দূর যেতে পারে। উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময়।

ঝামেলা থেকে দূরে থাকুন। অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। সুবক্তা হিসাবে বন্ধুমহলে সুনাম পাবেন। সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি। কাউকে কিছু দান করে আনন্দ পাবেন। উচ্চশিক্ষার সু্যোগ মিলতে পারে। নতুন প্রেমের ইঙ্গিত। গুরুজনের শরীর নিয়ে চিন্তা। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার লাভ। মাসের শেষ দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন। কোনও বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন।

শুভ সংখ্যা : ৬৮
শুভ দিক  :  দক্ষিণ
শুভ রত্ন  : চুনি
শুভ রং  :  কমলা


কন্যা রাশি

এ মাসে আপনি নতুন করে প্রেমে পড়তে পারেন। বাড়িতে কোনও খারাপ খবর আসার আশঙ্কা।

চাকরির স্থানে সুনাম বৃদ্ধি। সম্পত্তি নিয়ে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ। মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে সুনাম পাবেন। সংসারে অশান্তির জন্য মনখারাপ। মাসের মধ্যভাগে একটু সাবধানে চলুন। কর্মস্থানে সমস্যা মিটে যেতে পারে। অর্থভাগ্য মধ্যম থাকবে। ব্যবসায় লাভ বাড়তে পারে। ফাটকা ব্যবসার জন্য ভাল সময়। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মসূত্রে বিদেশ ভ্রমণ। নতুন কোনও কাজ শুরু হতে পারে। দাম্পত্য জীবনে সুখের সময়। বাতজ ব্যথায় চলাফেরায় অসুবিধা।

শুভ সংখ্যা : ১২
শুভ দিক  :  দক্ষিণ
শুভ রত্ন  :  পান্না
শুভ রং  :  সবুজ

তুলা রাশি

আপনার এই মাসে বাড়িতে কোনও সুসংবাদ আসতে পারে। কোনও সম্পর্ক ঘটিত কারণে অপবাদ রটতে পারে।

সংসারে খরচের চাপ বাড়বে। একটু বিবাদের আশঙ্কা রয়েছে। রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান। কোনও প্রিয় বস্তু নষ্ট হওয়ায় খরচ বৃদ্ধি। মাসের শেষ দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয়ে বাধা। জমি কেনাবেচার জন্য ভাল সময়। ব্যবসায় বাধা পড়তে পারে। বাড়ির সমস্যার জন্য চাপ বৃদ্ধি। প্রেমের ব্যপারে  সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন। শেষ দিকে পেটের সমস্যা বাড়তে পারে।
  
শুভ সংখ্যা : ৯৬
শুভ দিক  :  অগ্নিকোণ
শুভ রত্ন  :  হিরে
শুভ রং  :  সাদা

বৃশ্চিক রাশি

আপনার এই মাসে মধুর আচরণে সুনাম বৃদ্ধি পাবে। রাজনৈতিক চাপ বাড়তে পারে।

কোনও  ভাল কাজের জন্য গৌরব বৃদ্ধি। সারা শরীরে যন্ত্রাণাবোধ। প্রেমে আকস্মিক বাধা দেখা দিতে পারে। মানসিক বৈকল্যের জন্য কর্মে অনীহা। বিলাসিতা বাড়তে পারে। দাম্পত্য জীবন সুখের ভিতর দিয়ে যাবে না। ধর্মচর্চায় আনন্দ লাভ। যাঁরা পড়াশোনা নিয়ে থাকেন, তাঁদের জন্য ভাল খবর। অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে। বাড়িতে কোনও সুখবর আসতে পারে। গুরুজনের চিকিৎসায় খরচ বাড়তে পারে। প্রেমের জন্য নতুন কোনও চিন্তাভাবনা করতে পারেন। শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে।

শুভ সংখ্যা : ৬৪
শুভ দিক  :  উত্তর-পূর্ব
শুভ রত্ন  :  লাল প্রবাল
শুভ রং :  লাল


ধনু রাশি

আপনার এই মাসে শিশুসন্তানের কোনও কাজে অবাক হতে পারেন। কৃষিজীবীদের সময় একটু খারাপ যাবে।

কোনও অশুভ লক্ষণ দেখতে পাবেন। সম্মান নষ্ট হতে পারে। ব্যবসায় লাভের খবর আসতে পারে। বাইরের লোককে ঘিরে প্রেমে বিবাদ। প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন। আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে। শত্রুর সঙ্গে আপসের কথা হতে পারে। বিবাহ নিয়ে আলোচনা। মাসের মধ্যভাগে কোনও আত্মীয়ের সঙ্গে  বিবাদ। অতিরিক্ত রাগ বিপদ ঘটাতে পারে। চাকরির  স্থানে বাধা মানসিক চাপ বাড়াতে পারে। কোনও মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। 

শুভ সংখ্যা :  ২৩
শুভ দিক  :  উত্তর-পশ্চিম
শুভ রত্ন  :  পোখরাজ
শুভ রং  :  হলুদ


মকর রাশি

আপনার এই মাসে বন্ধুরা আপনার সারল্যের সু্যোগ নিতে পারে। নিজের কারণেই ব্যয় বাড়তে পারে।

সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি। খেলাধুলায় সাফল্য মিলতে পারে। অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বনা। অপব্যয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সমাজের কোনও কাজে সম্মান বাড়বে। ব্যবসায় ভাল খবর পেতে পারেন। মাসের মধ্যভাগ ভাল-মন্দ মিশিয়ে কাটবে। মায়ের প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে পারে। লটারি থেকে কিছু পেতে পারেন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। মুখের কোনও অংশে যন্ত্রণা বৃদ্ধি। শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন। বিবাহের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

শুভ সংখ্যা : ৪৫
শুভ দিক  :  পূর্ব
শুভ রত্ন  :  নীলা
শুভ রং  :  নীল


কুম্ভ রাশি
আপনার এই মাসে অংশীদারি ব্যবসায় খুব ভাল ফল লাভ হতে পারে। কোনও ব্যপারে অপরের কাছে সাহায্য নিতে হবে।

পিতার সঙ্গে বিবাদের যোগ। কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ। বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার, বিবাদের আশঙ্কা রয়েছে। মাসের মধ্যভাগে কোনও শুভ ইঙ্গিত বিফল হতে পারে। আর্থিক চাপ বৃদ্ধি পাবে। মাসের শেষের দিকে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। কোনও বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ।   

শুভ সংখ্যা :  ৫৪
শুভ দিক  :  পশ্চিম
শুভ রত্ন  :  নীলা
শুভ রং  :  নীল
 

মীন রাশি

আপনার এই মাসে শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন। শত্রুভয় বাড়তে পারে।

মাসের প্রথম দিকে অপরের প্রতি বৈরী ভাব থাকতে পারে। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি। পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যপারে আলোচনা। কোনও ধর্মীয় কাজে দান করতে হতে পারে। অযথা কোনও অপমান কপালে জুটতে পারে। ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ। প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে। সেবামূলক কাজে উন্নতি। অতিথির ব্যাপারে ব্যয় বাড়বে। ভূমিক্রয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তীর্থভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। শেষের দিকে ব্যবসায় লাভ বাড়তে পারে। গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। শরীর নিয়ে দুর্ভোগ। বাড়তি কোনও কাজের উচিত মূল্য পাবেন না। কর্মস্থানের পরিবর্তন হতে পারে।


শুভ সংখ্যা :  ৫৬
শুভ দিক  :  পশ্চিম
শুভ রত্ন  :  পোখরাজ
শুভ রং  :  হলুদ

সূত্র: আনন্দবাজার


[টিবিএন৭১/আরএস]