ঈদে রাজধানীর নিরাপত্তায় পুলিশের ৬৬৭ টিম সার্বক্ষণিক টহলে থাকবে। রাজধানীর ৫০ থানা এলাকায় বসানো হবে ৭১টি চেক পোস্ট। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, অক্সিলারি ফোর্সসহ অন্যান্য সংস্থাও রাজধানীর নিরাপত্তায় কাজ করবে।
শনিবার (২৯ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপি’র গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
এসময় পুলিশের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং বিপনি-বিতানে স্ব স্ব উদ্দ্যোগে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান পুলিশের এই অতিরিক্ত কমিশনার। একই সাথে বাসা বাড়ি কিংবা মহল্লায় অপ্রীতিকর ঘটনা ঘটলে বা কোন তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানানো অনুরোধও করেন তিনি।
[টিবিএন৭১/আরএস]