ঈদুল-আজহায় মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের সিনেমা ‘বরবাদ’ এ সবার নজর কেড়েছে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের উপস্থিতি। ‘বরবাদ’র নতুন গান ‘চাঁদ মামা’য় দেখা যাবে এ জুটিকে।
সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার আকর্ষণ হিসেবে একটি আইটেম গান ‘চাঁদ মামা’ প্রমো প্রকাশ করা হয়েছে। এই গানে শাকিব খানের সঙ্গে নাচতে দেখা গেছে নুসরাত জাহানকে।
গানটির কয়েক সেকেন্ডের প্রমো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।এই গানটির মাধ্যমে প্রায় দশ বছর পর আবার আইটেম গানে দেখা মিলেছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে।
মঙ্গলবার (২৫ মার্চ) প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে নতুন গানটির প্রমো প্রকাশিত হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের প্রমোতে শাকিব খানের সঙ্গে নুসরাতকে দেখে চমকে গেছে দুই বাংলার দর্শক।
একদিন পেরোতেই দর্শক জনপ্রিয়তায় ‘চাঁদ মামা’ গানের প্রমো ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ সংখ্যা ছাড়িয়েছে।
‘চাঁদ মামা’র আগে নাকাব সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল নুসরাতকে। সে সিনেমার দীর্ঘ ১০ বছর পর আইটেম গানে ধরা দিয়েছেন এ জুটি।
প্রমো দেখে নেটিজেনদের মন্তব্য, ‘তুফান’ সিনেমায় কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিবের ‘উরাধুরা’ গানকে জনপ্রিয়তায় ছাঁড়িয়ে যাবে ‘চাঁদ মামা’।
প্রীতম হাসানের কথা, সুর ও সংগীতায়জনে ‘চাঁদ মামা’ আইটেম গানটি আগামী ২৮ মার্চ অন্তর্জালে মুক্তি পাবে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে দেখা যাবে জমকালো নাচ ও গানের আয়োজনের আইটেম গান ‘চাঁদ মামা’।
‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকবে ইধিকা পাল। আরও থাকবে যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
[টিবিএন৭১/আরএস]