৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে  ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলো- জেরী মার্টিন ডি রোজারিও। শনিবার রাতে ভাটারা থানার  কুড়িল বিশ্ব রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারে ব্যবহৃত একটি কালো রঙের মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

গতকাল শনিবার ভাটারা থানার একটি টিম রাত্রীকালীন  ডিউটি করার সময় গোপন সংবাদ পায় যে, একজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য  ভাটারা থানার কুড়িল বিশ্ব রোড  কুড়াতলী এলাকায় অবস্থান করছে। এমন  তথ্যের ভিত্তিতে রাত সাড়ে এগারোটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৫০০ পিস ইয়াবাসহ জেরী মার্টিন ডি রোজারিওকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত জেরী মার্টিন কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

গ্রেফতারকৃতকে ভাটারা  থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।








[টিবিএন৭১/আরএস]