বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল চট্টগ্রাম মহানগর বায়েজিদ থানা কমিটি গঠন কল্পে গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ রোজ সোমবার নগরীর সিনেমা প্যালেসস্থ রেস্তোরাঁয় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ফরহাদ মাহমুদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তরুণ দলের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হারুন কাকল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তরুণ দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন কুসুমপুরি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ সগীর আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তরুণ দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন।
বক্তব্য রাখেন বাকলিয়া থানা তরুণ দলের নেতা মোঃ শাহজাহান মোহাম্মদ আলমগীর মিজানুর রহমান ইমরান হোসেন মোহাম্মদ শাকিল রেজাউল করিম।
সভায় ফরহাদ মাহমুদকে সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনকে সিনিয়র সহ-সভাপতি মোঃ শাকিল সাধারণ সম্পাদক রেজাউল করিম যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন সাংগঠনিক সম্পাদক পাঁচ সদস্য বিশিষ্ট বায়েজিদ থানা তরুণ দলের কামিটি ঘোষণা করা হয়।
[টিবিএন৭১/আরএস]