ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রকাশিত বাঁশরি সাহিত্য পত্রিকার কমিটি গঠন

গঠিত হলো বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে প্রকাশিত 'বাঁশরী' সাহিত্য পত্রিকার শারদ সংকলনের কমিটি। সুস্থ, সুন্দর সাহিত্য সম্প্রসারণ এর লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশের গুণী কবি, লেখকগণের সৃষ্টিতে সজ্জিত হবে শারদীয়া 'বাঁশরী'। 



পত্রিকার এই মহান কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যে সকল ব্যক্তিগণ তারা হলেন-
মানিক চক্রবর্তী- সম্পাদক (বাংলাদেশ), সঙ্গীতা কর- সম্পাদিকা (পশ্চিমবঙ্গ, রীতেশ ঘোষ - সভাপতি (পশ্চিমবঙ্গ), বিউটি দাশ মুখ্য উপদেষ্টা (পশ্চিমবঙ্গ), সাবিনা সিদ্দিকী শিবা - সম্প্রচারিকা (বাংলাদেশ), ম‌ঈন মুরসালিন- উপদেষ্টা (বাংলাদেশ), ডাঃ শাকিরা নোভা উপদেষ্টা, সঞ্চিতা শিকদার- নারী শিক্ষা উন্নয়ন সহায়িকা(পশ্চিমবঙ্গ), সুভাষচন্দ্র বসু - পত্রিকা সম্পাদক(পশ্চিমবঙ্গ), সর্বাণী দাস- সমাজকল্যাণমূলক সহায়িকা (পশ্চিমবঙ্গ,

এছাড়া সার্বিক সহায়তায় রয়েছেন- ঝিনুক দে দত্ত, শুক্লা দাস, অজয় ভট্টাচার্য ও মুনমুন চক্রবর্তী সেন।






[টিবিএন৭১/আরএস]