সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই বাংলার এ দুই অভিনেত্রী একে অন্যের সঙ্গে মেতেছেন খুনসুটিতে।
স্বল্প সময়ের এ ভাইরাল ভিডিওটি মূলত একটি ফেসবুক রিলস। যেখানে দেখা যাচ্ছে, শুটিংয়ের ফাঁকে খোশগল্পে মজেছিলেন তারা।
এমন সময় এ দুই সেলিব্রেটিকে একসঙ্গে দেখে পাশে থাকা একজন জিজ্ঞাসা করেন, তোমাদের একসঙ্গে কী বলব?
এমন প্রশ্নের উত্তরে হেসে ফেলেন দুজনেই। হাসি থামিয়ে মধুমিতা বলেন, একসঙ্গে ভালোবেসে ছোট করে মধু-পরী বলা যায়। আবার মিতা-মণিও বলতে পারো।
মধুমিতার এমন খুনসুটি উত্তর শুনে হেসে ফেলেন পরী। বলেন, দুটি নামই কিন্তু সুন্দর। এখন দর্শকরা ভালোবেসে যেটা বলবে সেটাই ফাইনাল।
প্রসঙ্গত, কলকাতার সিনেমা ‘ফেলুবকশি’র শুটিংয়ের সময় শুটিংয়ের ফাঁকে আড্ডায় মেতেছিলেন মধু-পরী। এ সিনেমায় মধু-পরীর সঙ্গে অভিনয় করছেন কলকাতার সোহম চক্রবর্তীও।
‘ফেলুবকশি’-তে এ তিন সেলিব্রেটিকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের।
[টিবিএন৭১/আরএস]