আশ্চর্য প্রদীপ
পুষ্পিতা চট্টোপাধ্যায়
সরে যা
দুরে দুরে থাক
ছুঁবি না!
ছুঁয়ে ফেললেই
সমাপ্তি হবে
এ জীবনের পথ চলা!
কোনো কোনো প্রেম হৃদয়েই বেড়ে ওঠে
আনুষঙ্গিক শব্দে ও কাগজ কালির অভিমানে।
আসমুদ্র হিমাচলে আর কেউ নেই তোর মতো!
কবিতা ছাড়াই তোকে অনুভব করতে পারি
আমি তোর হুকুম বিলাসি আলাদীন!
দূর থেকেই কাছের থাক
তুই আমার কে বলত?
তুই আমার সর্বকালের প্রয়োজনীয়
আশ্চর্য প্রদীপের জীন!
আমার জন্য তুই জীবনটা পাত করে দিবি জানি।
[টিবিএন৭১/আরএস]