মিতালী দাস এর কবিতা

প্রিয় স্বদেশ
মিতালী দাস 

সবাই ফিরছে তার মাটির ঘরে চোখে চাপা আনন্দ
নগরী ফাঁকা পরিত্যক্ত গ্রাম জাগে কোলাহলে 
পাড়া মহল্লায় শোরগোল, দলে দলে আড্ডা
বাস ট্রেন লঞ্চ টার্মিনাল ঠাসা, আনন্দে ঘরবাড়ি বাসা।

আমার পেটে গুরগুরে ব্যথা, নাকে খেজুর গুড় ঘ্রাণ
কুয়াশার চাদর, সেদ্ধ ধানের চাড়ি, খয়ের দিয়ে পান,
হলুদ রোদে সর্ষে ক্ষেতের আইল ধরে হাঁটা 
হাতে পরাগ হলুদ পাজামায় বিঁধে চোরকাঁটা। 
কালবৈশাখে আম কুড়ানো নেবুফুলের গন্ধ
ভরদুপুরে মেঘলা দিনে পথ হারানো মন্দ,
বাঁশঝাড়ের রাস্তাতে ভেজা তাঁত সুতোর ঘ্রাণ
সন্ধ্যেবেলার ফিরতি পথে ভুতের ভয়ে জান!
ভুত আমার পুত আর পেত্নী আমার ঝি
পেছন পেছেন আসছে ছেলে! নাম ধরে ডাকল কি!

পুকুরপাড়ের ভাংগা মঠ উত্তরের বিলের পথ
পশ্চিম পাড়ার খালের মাথায় আছে একটা রথ
উত্তর পাড়ার স্কুল ঘর মাঠে চলছে বনভোজন 
মধ্যক্ষেতে মটরশুঁটি সিদ্ধ, না বলে আনা বাসন
গ্রীষ্ম বর্ষা শরত অগ্রহায়ণে ডোবানো আমার গা
এত দূর থেকে স্মৃতিতে ডুবিয়ে আমার দুখানি পা
মেলার জিলাপি নইটানা আর বাদাম টানার পাকান
বাড়ির উঠানে সংক্রান্তি কবি লাড়াইয়ের গান।
আমার বাড়ি আইস বন্ধু বসতে দিব পিড়া 
গরম মাটিতে বৃষ্টির গন্ধ নারিকেল মাখা গুড় চিড়া
দূর্বাঘাসে শিশির বিন্দু কামিনী ফুলে জল
প্রিয় স্বদেশ তোমার গন্ধে অশ্রু টলমল। 

বাঁশঝাড়ের ফিসফাস আর ধান নিড়ানির গান
দুপুর বেলার হাহুতাশ আর বিকেলের কলতান
সবকিছুই বুকে আগলে জড়িয়ে বসে থাকি
জন্মভূমি তুমি উত্তম তোমাকেই ভালবাসি।
আমি তোমায় ভালবাসি।





[টিবিএন৭১/আরএস]