অজস্র প্রশ্নেরা উত্তর খুঁজে ফেরে
ফারজানা লুবনা
অজস্র মানুষের কৌতূহলী চোখ।
কত প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকে প্রতিদিন।
সব প্রশ্নের জবাব কী তারা খুঁজে পায়?
কত প্রশ্নের ভীড়ে,
কত উত্তর সংগোপনে হারিয়ে যায়।
প্রতিদিনের বোবা বুকের দীর্ঘশ্বাসে!
তবুও প্রশ্নেরা খেলা করে!
তবুও জানতে চাওয়ার আকুতি!
তবুও কেউ কেউ নিজেকে আড়ালেই রেখে,
চাপা কান্নায় বুক ভাষায়।
প্রশ্নেরা উত্তর খুঁজে ফেরে।
অজস্র মানুষের কৌতূহলের ভীড়ে
উত্তর গুলো চাপা পড়ে রয়!
ধুলো জমে জমে স্তুপ হয়,মরিচা ধরে!
তবুও উত্তর অজানা থেকে যায়!
কবে যে বিবেক দংশন করবে!
আর খোলস থেকে বেরিয়ে পড়বে
বিষধর কালকেউটে।
সেই আশায় সমাজটা চেয়ে রয়
বোবা বিবেকের দিকে!
এই ঘুনে ধরা সমাজটা বদলাতে হবে।
কে বদলাবে সমাজকে?
জাতির বিবেক আর ছাত্র সমাজ আজ ধ্বংসের মুখে।
আজ আর বঙ্গবন্ধুর মতোন
ছাত্র নেতা তৈরী করতে পারেনা এ সমাজ।
বঙ্গবন্ধু তিনি তো একজনই ছিলেন
যুগে যুগে থাকবেন।
এমন নেতারা কালে ভাদ্রে তৈরী হয় দেশে দেশে।
এই বাংলায় একজন বঙ্গবন্ধু এসেছিলেন।
আর কেউ তো হয়নি এমন নেতা।
তবুও অজস্র প্রশ্নেরা খেলা করে,
উত্তর তার অজানা রয়ে যায়।
এমন নেতা কেনো বারে বারে
ফিরে আসে না বাংলায়?
আবারো অজস্র মানুষের কৌতূহলী চোখ চেয়ে রয়!
দেবদূতের মত কেউ এসে
হয়তো তার উত্তর বলে দেবে, দেবে সমাধান,
সকল সংকটময় সময়ের।
বদলাবে এই ঘুনে ধরা সমাজটাকে ।
অজস্র মানুষের কৌতূহলী চোখ তাই তো
চেয়ে থাকে অজানায় অবাক বিশ্বয়ে!!
[টিবিএন৭১/আরএস]