ফারজানা লুবনা’র কবিতা

মুগ্ধ আমি 
ফারজানা লুবনা

তোমার মাদকতা সারাদিন 
মুগ্ধকরে তোলে কোনো এক 
স্বাপ্নিক ভূবনে।

ফুলের রেনুতে
যেমন মুগ্ধতা প্রজাপতির 
ঠিক যেন তেমন করে
তোমার দিকে 
উড়ে উড়ে যাচ্ছি চলে 
সুতোর টানে।

রোদ মেখে শরীর যেমন
শীতটাকে ভালবাসে 
আপন মনে তেমনি করে
তোমার পানে যাচ্ছি ওগো
যাচ্ছি চলে তোমার টানে।

মুগ্ধ আমি তোমায়
শুধু তোমায় ভালবেসে।
তুমি আমার রোদের সকাল
ক্লান্ত দুপুর নিঝুম রাত্রিবেলা।
তুমি আমার ঝিলের পাড়ে
নদীর জলে পানকৌড়ির খেলা।

বাতাবিলেবুর ফুলের ঘ্রাণে 
মৌমাছির দোলা।
একলা চলা পথের 
ধারে থমকে থমকে চলা।
তুমি আমার মুগ্ধ মনের 
আপন মনে মুগ্ধ হয়ে রওয়া॥




[টিবিএন৭১/আরএস]