স্ট্যাটাস বাছাইয়ে নতুন ফিল্টার আনলো হোয়াটসঅ্যাপ

বন্ধু বা পরিচিতদের পোস্ট করা সব স্ট্যাটাস সহজেই দেখার সুযোগ করে দিচ্ছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এ লক্ষ্যে নতুন একটি ফিল্টার চালু করছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২০ নভেম্বর) ডব্লিউএবেটা ইনফোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গ্যাজেটস নাউ।

এতে বলা হয়, ফিল্টারটি চালু করা হলে হোয়াটসঅ্যাপের আপডেটস বাটনে ট্যাপ করার পর স্ট্যাটাস অপশনের পাশে সি অল বাটন দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করলে স্ট্যাটাস ফিল্টারিং অপশনে ‘অল’, ‘রিসেন্ট’, ‘ভিউড’ এবং ‘মিউটেড’ অপশন মিলবে। অল বাটনে ট্যাপ করলে সব কটির স্ট্যাটাস একসঙ্গে দেখতে পাবেন গ্রাহকরা।
 
আর রিসেন্ট বাটনে ট্যাপ করলে সম্প্রতি পোস্ট করা স্ট্যাটাসগুলো দেখতে পারবেন গ্রাহকরা। ফলে পরিচিত সব ব্যক্তির হালনাগাদ স্ট্যাটাসগুলো দ্রুত দেখার সুযোগ পাওয়া যাবে।
 
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি চালু হলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্ট্যাটাসগুলো সহজেই দেখা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
বর্তমানে হোয়াটসঅ্যাপের ২.২৩.২৪.১১ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর ফিল্টারটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। তবে নতুন এ সুবিধা কবে থেকে সবাই ব্যবহার করতে পারবেন, তা জানায়নি হোয়াটসঅ্যাপ।





[টিবিএন৭১/আরএস]