ফারজানা লুবনা’র কবিতা

নিজের মাঝে বাঁচি
ফারজানা লুবনা

নিজেকে ভালবাসি নিজের থেকেও বেশী।‬
‪তাই তো এমন উজার করে,‬
‪আকাশে বাতাসে ধ্বনি তুলে হাসি!!‬
‪নিজেকে খুঁজি বারে বারে প্রানের টানে।‬
‪তোমাকে খুঁজি না তাই!
‪নিজের মাঝেই খুঁজি নিজেকেই!‬

‪পথের মাঝে থমকে গিয়ে,‬
‪একটু বসে জিড়িয়ে নিয়ে,‬
‪পাগল মনের উদাস দুপুর,
আবার পথ খুঁজি।‬
‪নিজেকে ভালবাসি নিজের থেকেও বেশী।‬

‪পথ হারিয়েও পথের মাঝে,‬
নিজেকেই তাই খুঁজি !
‪স্বপ্ন গুলো ঝাপিতে তুলে
বাড়ি বাড়ি ঘুরে ঘুরে
স্বপ্ন বেঁচে চলি ...!

‪ফেলে আসা দিন গুলোতে,
উচ্ছাস আর আনন্দতে ,‬
‪বেশ কেটেছে স্বপ্ন বুনে।‬
‪খারাপ থেকে লাভ কী বলো?‬

‪ভালবাসায় ভরিয়ে দিয়ে,
ভলোর মাঝেই বাঁচি!‬
এই হাসি এই কান্না দিয়ে,‬
‪জীবন টাকে সাজিয়ে নিয়ে,‬
‪নিজের মতোই বাঁচি!!‬





[টিবিএন৭১/আরএস]