মাটির ঘর
মোহাম্মদ সাইফুল ইসলাম
দেহটি আমি ভেলা করে দিয়েছি সাঁতার--
এই দু-দিনের নদী পার হবো বলে!
যাচ্ছে যে ফুরিয়ে বেলা,
ভাসিয়ে দিবে তোমার ভেলা।
সেখানে কেমন আলো, কেমন ই বা অন্ধকার।
বিবেক তুমি তা জান!
বিবেক আমি যে জানতে চাই।
ছোট ঐ মাটির ঘর সেও কি তোমার মত অন্ধ।
বিবেক আমি যে অনেক ক্লান্ত
ছোট ঐ মাটির বাড়ীতে দিও একটু শান্ত।
আমি যে অজানার যাএী
অজানায় বাধায় অজানায় মেটায় আমার এ দ্বন্দ্ব।
অজানা মোর হালের মাঝি, অজানাই তো মুক্তি
তার সনে মোর চিরকালের মনে হয় এ চুক্তি।
ভয় দেখিয়ে ভাঙায় আমায়
ভয়প্রেমিক সে নির্দয়।
মানে না সে বুদ্ধিসুদ্ধি বৃদ্ধজনার যুক্তি,
মুক্তারে সে মুক্ত করে ভেঙে তাহার যুক্তি।
ভাবিস বসে যেদিন গেছে সেদিন কি আর ফিরবে।
সেই কূলে কি এই তরী আর ভিড়বে।
ফিরবে না রে, ফিরবে না
সেই কূলে আর ভিড়বে না।
সামনে তুই ভয় করেছিস, পিছন তোরে ঘিরবে-
এমনি কি তুই ভাগ্যহারা? ছিঁড়বে বাঁধন ছিঁড়বে।
ঘন্টা যে; ওই বাজল কবি, হোক রে সভাভঙ্গ,
জোয়ার-জলে উঠেছে তরঙ্গ।
এখনো সে দেখায় নি তার মুখ,
তাই তো দোলে আমার বুক।
কোন রূপে যে সেই অজানার কোথায় পাব সঙ্গ,
কোন সাগরের কোন কূলে কোন নবীদের রঙ্গ।
নিয়তি তুমি বড়ই কঠিন----
বুঝেছি আমি এ মর্মে যখনি তুমি
কাজকর্মে চল তুমি নিজের ছন্দে।
[টিবিএন৭১/আরএস]