বিটিভির কর্মকর্তার দুর্নীতির তথ্য খতিয়ে দেখতে দুদকে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রথম শ্রেণির কর্মকর্তাদের পদোন্নতির আগে দুর্নীতির মামলা আছে কিনা খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক) । মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি অধিশাখা থেকে এ চিঠি দেওয়া হয়। তবে এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে চাইলেই কেবল মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়ে দুদকে চিঠি দিয়ে তথ্য জানতে চায়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের প্রথম শ্রেণির ৫ম গ্রেডের শূন্য পদে পদোন্নতি দেওয়া হবে। সেজন্য সাতজন কর্মকর্তার তালিকা করা হয়। গত ১৩ জুন টিভি-১ শাখার উপসচিব ড. শেখ মুসলিমা মুন স্বাক্ষরিত তালিকাটি পাঠানো হয় মন্ত্রিপরিষদ বিভাগে। তালিকাভুক্ত কর্মকর্তাদের দুর্নীতি সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। গত ২০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয় দুর্নীতি দমন কমিশনে। 

বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী, কন্ট্রোলার, প্রোগ্রাম ম্যানেজার ও কন্ট্রোলার ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের শূন্য পদে পদোন্নতির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত কোনও তথ্য থাকলে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর জন্য চিঠিতে বলা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ টেলিভিশনের সংশ্লিষ্ট সাত কর্মকর্তার বিরুদ্ধে কোনও দুর্নীতির মামলা বা অনুসন্ধান চলমান আছে কিনা জানাতে গত ২৬ জুন দুদকের অনুসন্ধান ও তদন্ত শাখার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

পদোন্নতির আগে সব কর্মকর্তারই দুর্নীতির তথ্য খতিয়ে দেখা হয় কিনা, নাকি সন্দেহভাজনদের বিষয়ে জানতে চাওয়া হয় —জানতে চাইলে মন্ত্রিপরিষধ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি অধিশাখার উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এটা তার জানা নেই। তবে প্রায়ই বিভিন্ন মন্ত্রণালয় থেকে পদোন্নতির দেওয়ার আগে কর্মকর্তাদের নামের তালিকাসহ তাদের দুর্নীতির তথ্য খতিয়ে দেখতে অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষধ বিভাগে চিঠি দেওয়া হয়। তখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সেটা দুদকে পাঠিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনও দুর্নীতির মামলা বা অনুসন্ধান চলমান আছে কিনা খতিয়ে দেখে তথ্য পাঠাতে বলা হয়।



[টিবিএন৭১/আরএস]