আজ ১২ ডিসেম্বর (সোমবার) জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ‘টিবিএন৭১’ এর প্রকাশক ও সম্পাদক, শিশুসাহিত্যিক, কবি ও সাংবাদিক রুকুন-উদ-দৌলা সোহেল এর জন্মদিন।
জন্মদিনে ‘টিবিএন৭১’ পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন, শুভ হোক প্রতিদিন। আপনার আগামীর চলার পথে সব কন্ট পুষ্পে পরিণত হোক, আপনার জীবন হোক ছন্দিত, নন্দিত ও বন্দিত এই কামনা প্রতিক্ষনের।
রুকুন-উদ-দৌলা সোহেল ১৯৭৫ সালের ১২ ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহন করেন। পিতা মোহাম্মদ ইব্রাহিম ও মাতা হাসিনা বানু। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। দাম্পত্য জীবনে স্ত্রী রাশেদা রুকন, ছেলে রিদোয়ান রুকন নওশাদ ও মেয়ে সুমাইয়া তাবাস্সুম সুপ্তাকে নিয়ে ছোট্ট সুখি পরিবার।
রম্য সাহিত্যকি প্রাবন্ধিক অধ্যাপক আসহাব উদ্দিন আহমেদ এর উৎসাহে লেখা-লেখির শুরু। ১৯৮৬ সালে প্রথম লেখা দৈনিক পত্রিকায় প্রকাশিত হওয়ার পর থেকে নিয়মিত লিখছেন। ছড়া, কবিতার পাশা-পাশি গল্প, নাটক ও উপন্যাসও লিখছেন।লেখার চেয়ে পড়তে বেশি ভালোবাসেন।বেশ কটি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। আবৃত্তিও করেছেন অনেক।তার ভাষায় তিনি এখনো লেখক হতে পারেননি, এখনো চর্চা করছেন মাত্র। অনেকের বই সম্পাদনা করে প্রকাশ করলেও তার প্রকাশিত বইর সংখ্যা মাত্র ১টি। তবে দেশে ও দেশের বাইরের অনেক পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে এবং এখনো হচ্ছে।
রুকুন-উদ-দৌলা সোহেল লেখা-লেখির পাশা-পাশি পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতাকে। তিনি দেশের অনেক গণমাধ্যমের কর্মরত ছিলেন।
তাঁর সম্পাদনায় প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ‘তুলি’র মাধ্যমে অনেক নবীন লেখক পরিচিতি লাভ করেছেন সাহিত্যাঙ্গনে। প্রকাশক হিসেবে “তুলি” প্রকাশন থেকে প্রকাশ করেছেন প্রচুর গ্রন্থ।
বর্তমানে তিনি অনলাইন সংবাদ মাধ্যম ‘টিবিএন৭১’ ডট কম এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
‘টিবিএন৭১’ পরিবার/[টিবিএন৭১/এসএস]