শিল্পকলা একাডেমিতে চাকরির সুযোগ

নবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে ১২টি পদে মোট ২৮ জনকে নিয়োগ দেবে।

চাকরি প্রত্যাশীরা ২৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব পদে লোকবল নিয়োগ দেবে:
 
হিসাবরক্ষণ সহকারী পদে - ১ জন, 
উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদে - ১ জন, 
উচ্চমান সহকারী পদে - ১ জন, 
কনজারভেটর পদে - ১ জন, 
ডিসপ্লে অ্যাসিস্ট্যান্ট পদে - ১ জন, 
ড্রাইভার পদে - ৩ জন, 
কার্পেন্টার পদে - ১ জন, 
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে - ৪ জন, 
অফিস সহায়ক পদে - ৯ জন, 
প্রহরী পদে - ২ জন, 
মালী পদে - ২ জন  
প্রদর্শনী প্রহরী পদে - ২ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের নিয়ম: চাকরি প্রত্যাশীরা http://bsa.teletalk.com.bd/home. php এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চাকরি আবেদনের বয়স: প্রার্থীর বয়স ৭ এপ্রিলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।


[টিবিএন৭১/এসএস]